চুয়াডাঙ্গায় জুয়ার সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
- আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৪৩ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জামাদি তাশ ও বোর্ড সহ নগদ টাকা উদ্ধার পূর্বক দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ই মে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মোঃ তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে, আলমডাঙ্গা থানার পাইকপাড়া (মাঝের পাড়া) গ্রামের মতিয়ার রহমানের ছেলে মুক্তাদুল(২০) ও রায়হান আলীর ছেলে রাসেল (২১) কে আলমডাঙ্গা থানাধীন আইলহাস ইউনিয়নস্থ পাইকপাড়া (মাঝের পাড়া) গ্রামের ক্যানালের পাড়ে জনৈক ইয়ামিনের চায়ের দোকানের অনুমান ৪০ মিটার দক্ষিণ-পশ্চিম কোণে ক্যানালের পাড়ে ঘাসের উপর হতে সকাল সাড়ে দশটার দিকে জুয়া খেলা অবস্থায় তাশ খেলার বোর্ড, তাশ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
















