সংবাদ শিরোনাম :
ছাত্রদল-যুবদলের নেতাকর্মীকে মারপিট করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২৪ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
সানজিদা খাতুন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ ও যুবদল নেতা মাহাফুজুর রহমান জনি সহ ৫জন নেতাকর্মী কে কুপিয়ে-মারপিট করে জখমের প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা ছাত্র দলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বর, দেউলীর মোড় ঘুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান জনিসহ যুবদলের ৫ জনকে কুপিয়ে-মারপিট করে জখম ও হত্যার চেষ্টা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের কে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবিতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো: রফিকুল হাসান তনু, যুগ্ন সাধারণ সম্পাদক মন্টু মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিলটন,যুগ্ন আহ্বায়ক আরিফুল রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম রশিদ, এজাজুল হক ,তাইফুল ইসলাম,, লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা যুবদল নেতা শওকত, জাহিদ হাসান লাভলু, ইমতিয়াজ, রানা, মোরশেদ বিন সজল, সাইদুর রহমান, বজলু প্রমুখ।।
উল্লেখ্য, গত রোববার চুয়াডাঙ্গায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে ফেরার পথে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান জনি সহ ৫ জনকে চুয়াডাঙ্গা সিএন্ডবিপাড়া এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে জখমের করে। পরে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।