সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় আন্তনগর ট্রেনে স্কুল ব্যাগে মিললো হেরোইন
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৫ বার পঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলায় দামুড়হুদা উপজেলার দর্শনা রেল স্টেশনে রূপসা এক্সপেস ট্রেনের স্কুল ব্যাগ থেকে ১ কেজি ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার বিকাল ৪ টার দিকে হেরোইন গুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে ৬- বিজিবি’র অধিনায়ক লেফ্টেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি। এ সময় চিলাহাটি হতে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপেস ট্রেনের দ্বিতীয় বগির ক্যারিয়ারের উপর একটি স্কুল ব্যাগ পাওয়া যায়। বিজিবি সদস্যরা ঐ ব্যাগের মালিকের সন্ধান না পেলে, ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ঐ ব্যাগের মালিককে না পেয়ে হেরোইন গুলো উদ্ধার করা হয়।