চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসিসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি (৩৫), উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার জাহান সুজন (৩২), ইমাম শাহাদাত হোসেন সোহাগ (৩১), শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম সাকিব লিপু (৩৪) ও সাবেক ছাত্রদল নেতা হৃদয় হাসান সনি (২৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার মুসলিমপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জানিবুল ইসলাম জোসিসহ ছয়জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, সোমবার রাতে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।