সংবাদ শিরোনাম :
চাঁদপুরে বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৭৯ বার পঠিত

সুজন আহম্মেদ,চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জের বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি কাপড়ের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আজ দুপুরে বাজারের নিজামের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। পরে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর চারটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মালামাল মজুদ করেন ব্যবসায়ীরা। আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে কিছুটা ক্ষতিপূরণ দাবি করেন।