চণ্ডীগড়ের মঞ্চে হঠাৎ কেন মেজাজ হারালেন অরিজিৎ?
- আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অরিজিৎ সিং এখন বলিউডের শীর্ষ সঙ্গীতশিল্পীদের একজন। শুধু গান নয়, নানা কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি যে সবার থেকে আলাদা তা বরাবরই প্রমাণিত। যার কারণে প্রায়ই শিরোনামে থাকেন অরিজিৎ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের একটি ভিডিও। মঞ্চে গাইতে গাইতে অরিজিৎ যা করলেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় অনেক দর্শকের মন জয় করেছে!
সম্প্রতি একটি শো করতে চণ্ডীগড় গিয়েছিলেন অরিজিৎ। সেখানে গিয়ে মঞ্চে গান গাইতে অটোগ্রাফে সই করেন তিনি। ভক্তরা অটোগ্রাফ নিচ্ছিলেন কখনো নোটবুকে, কখনো রুমালে।
অটোগ্রাফ নেওয়া থেকে দর্শকদের আটকাতে পারেননি অরিজিৎ। আর তাই গান গাওয়ার সময় একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন।
এভাবে চলতে চলতে হঠাৎ গান বন্ধ করে দেন অরিজিৎ। বিরক্তির সুরে বললেন, ‘এখানে একজন নারী বলছেন, আপনি এইসব থামিয়ে দিয়ে গান করুন। উনি সঠিক কথাই বলছেন। আমি এখানে এইসব করতে তো আসিনি, গান করতে এসেছি।’
















