ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য নির্দেশনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে দেশের বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (১৪ মে) আবহাওয়ার পূর্বাভাসে বেশ কয়েকটি এলাকায় ৪ নম্বর নৌ-সতর্ক সংকেত এবং কিছু এলাকায় ১ নম্বর সতর্কতা সংকেত বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৮৯ কিমি বা তার বেশি বেগে বৃষ্টি/বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ৪ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য নির্দেশনা

আপডেট সময় : ০১:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে দেশের বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (১৪ মে) আবহাওয়ার পূর্বাভাসে বেশ কয়েকটি এলাকায় ৪ নম্বর নৌ-সতর্ক সংকেত এবং কিছু এলাকায় ১ নম্বর সতর্কতা সংকেত বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৮৯ কিমি বা তার বেশি বেগে বৃষ্টি/বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ৪ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।