সংবাদ শিরোনাম :
গ্রীষ্মের রঙিন পোশাকে মেহজাবিন
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
মেহজাবিন প্রায়ই তার ইনস্টাগ্রামে বিদেশ ভ্রমণের বিভিন্ন লুকের ছবি শেয়ার করেন।
এবার কলকাতা ভ্রমণের ছবিতে রঙিন গ্রীষ্মের পোশাকে দেখা গেল তাকে। জনপ্রিয় এই অভিনেত্রীর পোশাকে সবুজ, লাল, হলুদ, গোলাপির মতো উজ্জ্বল রং রয়েছে। বন্ধ গলা ও পাফি স্লিভের মিডি ড্রেসটির সঙ্গে মেহজাবিন পড়েছেন সাদা স্নিকার্স। আর কোমরে বেল্ট স্টাইলের ফিতা।
খুব হালকা মেকআপে ক্যাজুয়াল লুকে সেজেছেন এই অভিনেত্রী। সামার লুক আনতে চুল খোলা রেখে তিনি কানের পাশে গুঁজেছেন পছন্দের সাদা কাঠগোলাপ ফুল। তবে পোশাকের সঙ্গে কোনো গয়না পরেননি তিনি।