ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুগল আপনার সম্পর্কে কতটা জানে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৩১ বার পঠিত

তথ্য ডেস্ক:

হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলে কিছুই অজানা থাকে না। কোন কিছু মাথায় এলে গুগলে সার্চ করলেই উত্তর পাওয়া যায়। যেকোন রাস্তা থেকে শুরু করে যেকোন জায়গার সব তথ্যই রয়েছে গুগলের ভান্ডারে।

কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গুগল আপনার সম্পর্কে কতটা জানে? আপনি কি কখনও নিজের সম্পর্কে গুগলে অনুসন্ধান করেছেন?

সেখানে আপনার সম্পর্কে খুব ব্যক্তিগত কিছু তথ্য পেয়ে আপনি অবাক হবেন। সেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় থেকে বেশ কিছু পুরনো ছবি বা পুরনো কিছু মেসেজ, ইউজার নেম থেকে শুরু করে আরও অনেক তথ্য সেখানে চলে আসে।

এটি সাধারণত সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে আপনার উপস্থিতির কারণে ঘটে। অনেক ক্ষেত্রে আপনার বাড়ির ঠিকানা বা ফোন নম্বরও আসতে পারে। যা মোটেও নিরাপদ নয়।

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এসেছে গুগল।সেই ফিচারে ব্যবহারকারীদের সতর্ক করা হয়, যখন তাদের ব্যক্তিগত তথ্য বিশেষ করে কন্ট্যাক্টের তথ্য গুগল সার্চ কোয়্যারিতে প্রদর্শিত হয়। ফিচারের নাম ‘রেজাল্টস আবাউট ইউ’। কখন, কোথা থেকে একজন ইউজারের তথ্য সার্চ ইঞ্জিনে এসেছিল, এই ফিচার যেমন সেই দিকটাও তুলে ধরতে পারে, তেমনই আবার গুগলের রেজাল্ট থেকে পেজটিকে সরিয়েও দিতে পারে।

যেভাবে ফিচার চালু করবেন-

>> যাদের কাছেই গুগল অ্যাকাউন্ট রয়েছে, তারাই এই অ্যালার্ট অন করে রাখতে পারেন। অ্যালার্ট অন করে রাখতে প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যেন গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে।
>> প্রথমেই চলে যেতে হবে রেজাল্টস আবাউট ইউ অ্যাক্টিভিটি পেজে।
>> গেট স্টার্টেড অপশনে ক্লিক করুন এবং অন-স্ক্রিন প্রম্পটগুলোকে ফলো করুন।
>> গুগল আপনাকে যে কোনো যোগাযোগের তথ্য যোগ করতে বলবে, যেখানে আপনি অ্যালার্ট পেতে চান। ব্যবহারকারীরা একাধিক নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ই-মেইল যোগ করতে পারেন।
>> তথ্যগুলো নিশ্চিত করুন এবং কীভাবে আপনি নোটিফায়েড হতে চান, সেই বিষয়টিরও উল্লেখ করুন। আপনি চাইলে গুগল আপনার ই-মেইলেও নোটিফিকেশন পাঠাতে পারে।
>> স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চ রেজাল্ট স্ক্যান করবে আপনার ব্যক্তিগত তথ্যের জন্য। যদি সত্যিই কোনো তথ্য দেওয়া থাকে, তাহলে আপনাকে সে বিষয়ে জানানো হবে। প্রাথমিক ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুটা সময় লাগবে।
>> এবার রেজাল্টস আবাউট ইউ পেজে। সেখান থেকেই আপনার কনট্যাক্ট তথ্য এডিট করা যাবে।

গুগল আপনার সম্পর্কে কতটা জানে?

আপডেট সময় : ০৭:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

তথ্য ডেস্ক:

হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলে কিছুই অজানা থাকে না। কোন কিছু মাথায় এলে গুগলে সার্চ করলেই উত্তর পাওয়া যায়। যেকোন রাস্তা থেকে শুরু করে যেকোন জায়গার সব তথ্যই রয়েছে গুগলের ভান্ডারে।

কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গুগল আপনার সম্পর্কে কতটা জানে? আপনি কি কখনও নিজের সম্পর্কে গুগলে অনুসন্ধান করেছেন?

সেখানে আপনার সম্পর্কে খুব ব্যক্তিগত কিছু তথ্য পেয়ে আপনি অবাক হবেন। সেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় থেকে বেশ কিছু পুরনো ছবি বা পুরনো কিছু মেসেজ, ইউজার নেম থেকে শুরু করে আরও অনেক তথ্য সেখানে চলে আসে।

এটি সাধারণত সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে আপনার উপস্থিতির কারণে ঘটে। অনেক ক্ষেত্রে আপনার বাড়ির ঠিকানা বা ফোন নম্বরও আসতে পারে। যা মোটেও নিরাপদ নয়।

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এসেছে গুগল।সেই ফিচারে ব্যবহারকারীদের সতর্ক করা হয়, যখন তাদের ব্যক্তিগত তথ্য বিশেষ করে কন্ট্যাক্টের তথ্য গুগল সার্চ কোয়্যারিতে প্রদর্শিত হয়। ফিচারের নাম ‘রেজাল্টস আবাউট ইউ’। কখন, কোথা থেকে একজন ইউজারের তথ্য সার্চ ইঞ্জিনে এসেছিল, এই ফিচার যেমন সেই দিকটাও তুলে ধরতে পারে, তেমনই আবার গুগলের রেজাল্ট থেকে পেজটিকে সরিয়েও দিতে পারে।

যেভাবে ফিচার চালু করবেন-

>> যাদের কাছেই গুগল অ্যাকাউন্ট রয়েছে, তারাই এই অ্যালার্ট অন করে রাখতে পারেন। অ্যালার্ট অন করে রাখতে প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যেন গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে।
>> প্রথমেই চলে যেতে হবে রেজাল্টস আবাউট ইউ অ্যাক্টিভিটি পেজে।
>> গেট স্টার্টেড অপশনে ক্লিক করুন এবং অন-স্ক্রিন প্রম্পটগুলোকে ফলো করুন।
>> গুগল আপনাকে যে কোনো যোগাযোগের তথ্য যোগ করতে বলবে, যেখানে আপনি অ্যালার্ট পেতে চান। ব্যবহারকারীরা একাধিক নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ই-মেইল যোগ করতে পারেন।
>> তথ্যগুলো নিশ্চিত করুন এবং কীভাবে আপনি নোটিফায়েড হতে চান, সেই বিষয়টিরও উল্লেখ করুন। আপনি চাইলে গুগল আপনার ই-মেইলেও নোটিফিকেশন পাঠাতে পারে।
>> স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চ রেজাল্ট স্ক্যান করবে আপনার ব্যক্তিগত তথ্যের জন্য। যদি সত্যিই কোনো তথ্য দেওয়া থাকে, তাহলে আপনাকে সে বিষয়ে জানানো হবে। প্রাথমিক ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুটা সময় লাগবে।
>> এবার রেজাল্টস আবাউট ইউ পেজে। সেখান থেকেই আপনার কনট্যাক্ট তথ্য এডিট করা যাবে।