গাজীপুরে বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ কলেজছাত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪ বার পঠিত
গাজীপুর প্রতিনিধি:
বখাটের কুপ্রস্তাব ও শারীরিক নিযার্তনে অতিষ্ঠ হয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরআলীনগর গ্রামে শাহরিয়া শারমিন বন্যা (১৭) নামে ওই ছাত্রী একাদশ শ্রেণীতে পড়ত। বখাটেদের প্ররোচনায় আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। গত রবিবার উপজেলার চরআলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। শাহরিয়া শারমিন বন্যা ওই গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও আড়াল বর্ণমালা স্কুল এন্ড কলেজের ছাত্রী ছিল।
স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, একই গ্রামের গোলাপ মিয়ার বখাটে ছেলে জহিরুল (২৭) প্রায়ই কলেজে আসা যাওয়ার পথে শাহরিয়া শারমিন বন্যাকে উত্ত্যক্ত করতেন। গত শুক্রবার দুপুরে বখাটে জহিরুল সহযোগী ইকরাম ও জাহিদুলের সহায়তায় রাস্তা থেকে তুলে নিয়ে নদীর পাড়ে শারীরিক নিযার্তন করে। শ্লীলতাহানি ও নিযার্তনে অতিষ্ঠ হয়ে শাহরিয়া শারমিন বন্যা ঘরের আড়ার সঙ্গে ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শাহরিয়া শারমিন বন্যার মা ফেরদৌসী বেগম ও ভাই কবির হোসেন জানান, প্রতিবেশী গোলাপ মিয়ার বখাটে ছেলে জহিরুল কলেজে আসা যাওয়ার পথে শাহরিয়া শারমিন বন্যাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি সবাই জানত। এ ব্যাপারে জহিরুলের অভিভাবককে জানানো হয়েছে। কিন্তু বাবা গোলাপ মিয়া ছেলেকে ফেরায়নি।
শাহরিয়া শারমিন বন্যার মা ফেরদৌসী বেগম বলেন, ‘আমার মেধাবী মেয়ে বর্ণমালা স্কুল এন্ড কলেজে শ্রেণিতে পড়ত। কলেজে আসা যাওয়ার পথে আমার মেয়েকে বখাটে জহিরুল প্রায়ই বাজে কথা বলত। এ নিয়ে মেয়েটা সব সময় চিন্তিত থাকত। গত শুক্রবার প্রকাশ্যে তুলে নিয়ে নিযার্তনের পর মানুষিকভাবে ভেঙ্গে পড়ে এবং একদিন পর গত রবিবার ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জহিরুলের কারণে মেয়ে আত্মহত্যা করেছে। কাপাসিয়া থানায় মামলা দিয়েছে, আমি মেয়ে হত্যার বিচার চাই’।
বড় ভাই কবির হোসেন জানান, বখাটে জহিরুল গং ভয় দেখাচ্ছে শাহরিয়া শারমিন বন্যার আত্মহত্যার ঘটনার মামলা করলে খুন করে ফেলবো। আমার বোনকে আত্মহত্যায় প্ররোচিত করেছে বখাটেরা, আমি এদের উপযুক্ত বিচার চাই।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, কলেজ ছাত্রী শাহরিয়া শারমিন বন্যার মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মামলা হয়েছে।