গাজীপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
- আপডেট সময় : ০৭:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২০৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। আজ সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে র্যালী, আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজিম হাসান। অনুষ্ঠানে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. এ্যামিলি হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পবন চন্দ্র ঘোষ, জাতীয় যুব সংহতি গাজীপুর মহানগরের সভাপতি মো. জাকির হোসেন, সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আমিন আলী সরকার, দুস্থ ও অসহায় ফাউন্ডেশন গাজীপুর জেলার সহ সভাপতি মো. মাসুদুল-উল-ইসলাম।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী মো. আবু সালেক ভূঁইয়া ও কোষাধ্যক্ষ স্বপন কুমার দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সহ সভাপতি মো. মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদিকা শিখা আক্তার, সদস্য মো. মানিক মিয়া, মোছা. ফাতেমা বেগম। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
















