আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলি বাহিনী ছয় মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলায় শত শত নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। এদিকে গাজায় অভিযান পরিচালনা করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় একটি অভিযানে গতকাল রাতে আরও চার সেনা নিহত হয়েছে। নিহত সেনাদের মধ্যে একজন স্কোয়াড কমান্ডারও রয়েছেন। ফলস্বরূপ, ৭ অক্টোবর থেকে গাজায় ৬০৪ সেনা নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে ঢুকে অতর্কিত হামলা চালায়। এরপর গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর ছয় মাস ধরে সেখানে সংঘর্ষ চলে।
এই প্রাণঘাতী যুদ্ধের সবচেয়ে বড় শিকার নারী ও শিশুরা। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত কবে শেষ হবে তার কোনো ইঙ্গিত নেই। তবে যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনা শুরু হচ্ছে।
এদিকে গজার খান ইউনিসে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে অতর্কিত হামলায় ১৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস।
তবে যুদ্ধবিরতি চুক্তির জন্য মিশরের রাজধানীতে আবারও আলোচনা শুরু হতে চলেছে। এতে মধ্যস্থতাকারী ছাড়াও হামাসের প্রতিনিধি দল এবং ইসরাইলি মন্ত্রিসভার সদস্যরা অংশ নেবেন।