ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার Logo চাইনিজ রাইফেলসহ ২ যুবক গ্রেফতার  Logo প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে করিমগঞ্জে মানববন্ধন  Logo প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক Logo শেরপুরে অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযানে ১৬ মোটরসাইকেল আটক Logo নওগাঁর সাপাহারে কৃষি ঋণ মেলার উদ্বোধন Logo কোটালীপাড়ায় ৩টি ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ Logo অপো বাংলাদেশের ১০ম বর্ষপূর্তি: ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এ রয়েছে আকর্ষণীয় ‘সুপার অফার Logo সাবেক খাদ্যমন্ত্রীর সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকদের উপর হামলা Logo সম্পর্ক নেই জানিয়ে আরশকে সতর্ক করলেন তানিয়া বৃষ্টি

সুচিত্রা সেন একটা সময় কেন জনসম্মুক্ষে আসেননি ?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনকে ১৯৭৮ সাল পর্যন্ত নিয়মিত টলিউডের পর্দায় দেখা যেত। কিন্তু সেই বছর থেকে সুচিত্রা সেনকে কেউ জনসম্মুক্ষে দেখেনি।
কিন্তু কেন যৌবন থাকতেই নিজেকে স্বেচ্ছাবন্দি করে নেন সুচিত্রা সেন?
বাঙালিকে আজও ভাবায় কেন সুচিত্রা সেন অকালে টলিউড ছাড়লেন। কেউ কেউ উত্তম কুমারের আকস্মিক মৃত্যুকে দায়ী করেন, আবার কেউ বলেন সুচিত্রা সেন চাননি তার মুখে বয়সের ছাপ ভক্তদের নজরে পড়ুক। অন্যরা তার অসুখী দাম্পত্যকে দায়ী করে। কিন্তু তার স্বামী দিবানাথ সেনই সুচিত্রাকে বিমল রায়ের হাতে তুলে দেন।

স্ত্রীকে অভিনেত্রী বানানোর পেছনে দিবানাথের অবদান কম ছিল না। সুচিত্রা সেন খুব অল্প সময়ে টলিউডে ছাপ ফেলেছেন। উত্তম-সুচিত্রা জুটি চিরকাল বাঙালির মনে গেঁথে থাকবে। উত্তম কুমার এবং সুচিত্রা সেন অন্যান্য নায়ক এবং নায়িকাদের সাথে হিন্দি এবং বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন, তবে তাদের জুটি যে কোনও সিনেমাকে সম্পূর্ণ করত। উত্তম কুমারের অকাল প্রয়াণে সুচিত্রাও নিজেকে গুটিয়ে নিলেন।

তবে উত্তম কুমারের মৃত্যুর পরও অভিনয়ে ছিলেন সুচিত্রা সেন। মুম্বাইয়ে তখন তিনি বেশ বিখ্যাত ছিলেন। কিন্তু ‘ফরিয়াদ’ মুক্তি পাওয়ার পর একদল সমালোচক সুচিত্রার বয়স এবং তার চেহারা নিয়ে কড়া সমালোচনা করেন। অন্যদিকে, বাংলার তৎকালীন কিছু প্রযোজক-পরিচালক মনে করেছিলেন, উত্তমকুমার ছাড়া একা সুচিত্রা মূল্যহীন। তার উপরে আবার তার শেষ ছবি ‘প্রণয়পাশা’ বক্স অফিসে ফ্লপ হয়।
জানা যায়, সুচিত্রা সেন বেশ মানসিক আঘাত পেয়েছিলেন। তিনি বিধ্বস্ত হয়ে শান্তির সন্ধানে কলকাতার বাইরে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে যান। সেখানে সুচিত্রা তৎকালীন পবিত্র গুরু ভরত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মহান অভিনেত্রী রাজার পায়ের কাছে বসে অনেক কেঁদেছিলেন। সুচিত্রা সেনকে নিয়ে লেখা সাংবাদিক গোপালকৃষ্ণ রায়ের বইয়ে এ তথ্য পাওয়া গেছে।

সুচিত্রা সেন একটা সময় কেন জনসম্মুক্ষে আসেননি ?

আপডেট সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনকে ১৯৭৮ সাল পর্যন্ত নিয়মিত টলিউডের পর্দায় দেখা যেত। কিন্তু সেই বছর থেকে সুচিত্রা সেনকে কেউ জনসম্মুক্ষে দেখেনি।
কিন্তু কেন যৌবন থাকতেই নিজেকে স্বেচ্ছাবন্দি করে নেন সুচিত্রা সেন?
বাঙালিকে আজও ভাবায় কেন সুচিত্রা সেন অকালে টলিউড ছাড়লেন। কেউ কেউ উত্তম কুমারের আকস্মিক মৃত্যুকে দায়ী করেন, আবার কেউ বলেন সুচিত্রা সেন চাননি তার মুখে বয়সের ছাপ ভক্তদের নজরে পড়ুক। অন্যরা তার অসুখী দাম্পত্যকে দায়ী করে। কিন্তু তার স্বামী দিবানাথ সেনই সুচিত্রাকে বিমল রায়ের হাতে তুলে দেন।

স্ত্রীকে অভিনেত্রী বানানোর পেছনে দিবানাথের অবদান কম ছিল না। সুচিত্রা সেন খুব অল্প সময়ে টলিউডে ছাপ ফেলেছেন। উত্তম-সুচিত্রা জুটি চিরকাল বাঙালির মনে গেঁথে থাকবে। উত্তম কুমার এবং সুচিত্রা সেন অন্যান্য নায়ক এবং নায়িকাদের সাথে হিন্দি এবং বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন, তবে তাদের জুটি যে কোনও সিনেমাকে সম্পূর্ণ করত। উত্তম কুমারের অকাল প্রয়াণে সুচিত্রাও নিজেকে গুটিয়ে নিলেন।

তবে উত্তম কুমারের মৃত্যুর পরও অভিনয়ে ছিলেন সুচিত্রা সেন। মুম্বাইয়ে তখন তিনি বেশ বিখ্যাত ছিলেন। কিন্তু ‘ফরিয়াদ’ মুক্তি পাওয়ার পর একদল সমালোচক সুচিত্রার বয়স এবং তার চেহারা নিয়ে কড়া সমালোচনা করেন। অন্যদিকে, বাংলার তৎকালীন কিছু প্রযোজক-পরিচালক মনে করেছিলেন, উত্তমকুমার ছাড়া একা সুচিত্রা মূল্যহীন। তার উপরে আবার তার শেষ ছবি ‘প্রণয়পাশা’ বক্স অফিসে ফ্লপ হয়।
জানা যায়, সুচিত্রা সেন বেশ মানসিক আঘাত পেয়েছিলেন। তিনি বিধ্বস্ত হয়ে শান্তির সন্ধানে কলকাতার বাইরে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে যান। সেখানে সুচিত্রা তৎকালীন পবিত্র গুরু ভরত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মহান অভিনেত্রী রাজার পায়ের কাছে বসে অনেক কেঁদেছিলেন। সুচিত্রা সেনকে নিয়ে লেখা সাংবাদিক গোপালকৃষ্ণ রায়ের বইয়ে এ তথ্য পাওয়া গেছে।