কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলি ও গাঁজাসহ আটক ৩
- আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দাউদকান্দি একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামি রায়হান (৩৮) দাউদকান্দি পৌরসভার উত্তর নসরুদ্দি ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচাজর্ (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম।
পুলিশ জানায়, সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম মাইজপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রবের বাড়ির গলি থেকে অপরাধ সংঘটিতকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ রায়হানকে গ্রেফতার করে।
এদিকে ধৃত আসামি রায়হানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে মডেল থানায় ডাকাতি, দস্যুতা, মাদকসহ পূর্বের ৭টি মামলা আছে যা আদালতে বিচারাধীন রয়েছে।
অপরদিকে, একইদিনে কুমিল্লা সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা । আটক মাদক ব্যবসায়ীরা হলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গেড়াখোলা গ্রামের আব্দুল মান্নান মোল্লা এর ছেলে মোঃ মিলন মোল্লা (৩২) এবং ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরসত্তরপুর গ্রামের মোঃ চাঁন মিয়া এর ছেলে মোঃ শিমুল হোসেন (২৭)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে গোপালগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
















