কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২৭০ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ দুপুরে আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫০ বছর বয়সী নজরুল ইসলাম বিপ্লব কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ছোট ভাই মাসুদ উজ জামানের সঙ্গে নজরুল ইসলাম বিপ্লবের স্ত্রীর বিয়ে বহির্ভূত সম্পর্ক আছে, এমন সন্দেহ থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেলে নিজ ঘরে স্ত্রী, সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় তার ঘরে প্রবেশ করে বিপ্লব ধারালো দা দিয়ে মাথায় কোপাতে থাকেন। এক পর্যায়ে খাট থেকে নিচে পড়ে গেলে আবারও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বিপ্লব। ওই সময় মাসুদের স্ত্রী নিপা বেগম তাকে রক্ষা করতে গেলে তার উপরও হামলা করা হয়। পরে মাসুদকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঘটনার দুইদিন পরে (২২ এপ্রিল) মাসুদের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে নজরুল ইসলাম বিপ্লবকে একমাত্র আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন।
















