ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাকে উদ্দেশ্য করে ভক্তদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন পরী?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পা করছেন তিনি। বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ শুরুর অপেক্ষায় এ নায়িকা। সিনেমার কাজের পাশাপাশি ফেসবুকেও এখন বেশ সরব পরীমণি। অন্যদিকে মাঝে মধ্যে ট্রেন্ডি বিষয় নিয়ে পোস্ট দিয়ে নেটদুনিয়ায় তুলকালাম ঘটনা তৈরিরও তার রেকর্ড রয়েছে।

কখনো সরাসরি কারও নাম উল্লেখ করে, আবার কখনো বা কারও নাম আড়াল রেখে পোস্ট দিয়ে আলোচনায় থাকেন পরী। এবার তেমনই একটি পোস্ট নিজের প্রোফাইলে দিয়েছেন পরী। এ পোস্টে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তদের কাছে। তিনি লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

পরীমণির ওই পোস্টে একাধিকজন মন্তব্য করেছেন। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লেখেন, খেলা শুরু! উত্তরে পরী লেখেন, শেষ সিন চলতেছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নির সঙ্গে আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের দীর্ঘ ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনে মুন্নি দাবি করেন, বাঙালি নেতা কৌশিক হোসেন তাপসের সঙ্গে ঢালিউড অভিনেত্রী বুবলির প্রেম অত্যন্ত প্রবল। এদিকে এই পুরো বিষয়টিকে বুবলী একাধিকবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। এই জের ধরেই পরীমণি বুবলীকে উদ্দেশ্য করে পোস্টটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গানবাংলা ও টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের খেলা হবে সিনেমায় বুবলী ছাড়াও পরীমণির অভিনয়ের কথাও রয়েছে।

সম্প্রতি পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এটি মুক্তির পরে পরী বেশ আলোচনায় এসেছিলেন।

কাকে উদ্দেশ্য করে ভক্তদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন পরী?

আপডেট সময় : ০৬:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পা করছেন তিনি। বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ শুরুর অপেক্ষায় এ নায়িকা। সিনেমার কাজের পাশাপাশি ফেসবুকেও এখন বেশ সরব পরীমণি। অন্যদিকে মাঝে মধ্যে ট্রেন্ডি বিষয় নিয়ে পোস্ট দিয়ে নেটদুনিয়ায় তুলকালাম ঘটনা তৈরিরও তার রেকর্ড রয়েছে।

কখনো সরাসরি কারও নাম উল্লেখ করে, আবার কখনো বা কারও নাম আড়াল রেখে পোস্ট দিয়ে আলোচনায় থাকেন পরী। এবার তেমনই একটি পোস্ট নিজের প্রোফাইলে দিয়েছেন পরী। এ পোস্টে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তদের কাছে। তিনি লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

পরীমণির ওই পোস্টে একাধিকজন মন্তব্য করেছেন। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লেখেন, খেলা শুরু! উত্তরে পরী লেখেন, শেষ সিন চলতেছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নির সঙ্গে আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের দীর্ঘ ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনে মুন্নি দাবি করেন, বাঙালি নেতা কৌশিক হোসেন তাপসের সঙ্গে ঢালিউড অভিনেত্রী বুবলির প্রেম অত্যন্ত প্রবল। এদিকে এই পুরো বিষয়টিকে বুবলী একাধিকবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। এই জের ধরেই পরীমণি বুবলীকে উদ্দেশ্য করে পোস্টটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গানবাংলা ও টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের খেলা হবে সিনেমায় বুবলী ছাড়াও পরীমণির অভিনয়ের কথাও রয়েছে।

সম্প্রতি পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এটি মুক্তির পরে পরী বেশ আলোচনায় এসেছিলেন।