ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অপো এ৫ প্রো’-এর বিক্রিতে রেকর্ডর Logo অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন মাওলানা আলহাজ্ব মো; সিফাতউল্লাহ Logo রমজান ও ঈদের সেরা মুহূর্ত ক্যাপচার করে জিতে নিন ভিভো ভি৫০ ফাইভজি Logo ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির স্মার্টফোনের ভিভো ভি৫০ ফাইভজি Logo হাসপাতালে এ আর রহমান Logo ৭২ ঘণ্টা সময় না পেলে খেলবে না রিয়াল মাদ্রিদ! Logo যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত Logo ৯ দুর্বল ব্যাংককে ২৯ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক Logo আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন বহাল Logo পিরোজপুর শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

‘রিদম অব ইয়ুথ’

কনসার্ট মঞ্চে গুণীজনদের স্মরণ করল আর্টসেল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রিদম অব ইয়ুথ’র মঞ্চে জর্জ হ্যারিসন, রবি শংকর, আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের স্মরণ করলো ব্যান্ডদল আর্টসেল।   শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে চলছে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্ট। এতে নিজেদের পরিবেশনার মধ্য দিয়ে গুণীজনদের স্মরণ করে দলটি।   মঞ্চে ‘পথচলা’ গান দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে আর্টসেল। এরপর গেয়ে শোনায় নিজেদের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অন্যসময়’, গানটি শেষ হতেই ‘অনিকেত প্রান্তর’ গানটি গেয়ে শোনায় আর্টসেল।এরপর দলটির প্রতিষ্ঠার ২৫ বছরপূতি উপলক্ষে জর্জ হ্যারিসন, রবি শংকর, পপগুরু আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের ট্রিবিউট করে একে একে (বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, রেল লাইনের বস্তিতে, বাংলাদেশ বাংলাদেশ, নীলা তুমি কি জান না, বৃষ্টি শেষে রূপালী আকাশ) গানগুলো পরিবেশন করে আর্টসেল।  শেষ গানের আগে মোবাইলের বাতি জ্বালিয়ে উঁচিয়ে ধরতে দর্শকদের অনুরোধ জানান আর্টসেলের সদস্যরা।এ সময় অন্য এক মুহূর্ত তৈরি হয়, যেন আকাশের তারাগুলো জমিনে এসে গানের তালে নৃত্য করছে। এরপরেই শেষ পরিবেশনায় চলে যায় ব্যান্ড আর্টসেল। লিংকন ডি কস্তা গাইলেন ‘দুঃখ বিলাস’।  বসুন্ধরা টগি ক্লাব মাঠে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টের আগে গান পরিবেশন করে ‘মেঘদল’, ‘থ্রিএডি’।  এর আগে বিকেল চারটার কিছুক্ষণ পর জুলাই-অভ্যুত্থানের চেতনা ও তারুণ্যের অজেয় শক্তি ধারণ করে শুরু হয়েছে কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। শুরুতেই ২৪-এর রাজপথের তারুণ্যকে স্মরণ করেন উপস্থাপিকা মাহমুদা মাহা।  রিদম অব ইয়ুথ শিরোনামের উন্মুক্ত কনসার্ট শুরুর আগে দুপুর ২টার আগ থেকেই দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২টার পর গেট খোলার পর দর্শকরা কনসার্টস্থলে প্রবেশ করেন।  ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টে গান শোনাবেন দেশের অন্যতম রকস্টার নগর বাউল জেমস। তিনিই কনসার্টের মূল আকর্ষণ। আরও রয়েছে শিরোনামহীন, এভয়েড রাফা ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি চলবে মাঝ রাত পর্যন্ত।

ট্যাগস :

‘রিদম অব ইয়ুথ’

কনসার্ট মঞ্চে গুণীজনদের স্মরণ করল আর্টসেল

আপডেট সময় : ০২:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বাংলাদেশ কণ্ঠ ।।

রিদম অব ইয়ুথ’র মঞ্চে জর্জ হ্যারিসন, রবি শংকর, আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের স্মরণ করলো ব্যান্ডদল আর্টসেল।   শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে চলছে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্ট। এতে নিজেদের পরিবেশনার মধ্য দিয়ে গুণীজনদের স্মরণ করে দলটি।   মঞ্চে ‘পথচলা’ গান দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে আর্টসেল। এরপর গেয়ে শোনায় নিজেদের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অন্যসময়’, গানটি শেষ হতেই ‘অনিকেত প্রান্তর’ গানটি গেয়ে শোনায় আর্টসেল।এরপর দলটির প্রতিষ্ঠার ২৫ বছরপূতি উপলক্ষে জর্জ হ্যারিসন, রবি শংকর, পপগুরু আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের ট্রিবিউট করে একে একে (বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, রেল লাইনের বস্তিতে, বাংলাদেশ বাংলাদেশ, নীলা তুমি কি জান না, বৃষ্টি শেষে রূপালী আকাশ) গানগুলো পরিবেশন করে আর্টসেল।  শেষ গানের আগে মোবাইলের বাতি জ্বালিয়ে উঁচিয়ে ধরতে দর্শকদের অনুরোধ জানান আর্টসেলের সদস্যরা।এ সময় অন্য এক মুহূর্ত তৈরি হয়, যেন আকাশের তারাগুলো জমিনে এসে গানের তালে নৃত্য করছে। এরপরেই শেষ পরিবেশনায় চলে যায় ব্যান্ড আর্টসেল। লিংকন ডি কস্তা গাইলেন ‘দুঃখ বিলাস’।  বসুন্ধরা টগি ক্লাব মাঠে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টের আগে গান পরিবেশন করে ‘মেঘদল’, ‘থ্রিএডি’।  এর আগে বিকেল চারটার কিছুক্ষণ পর জুলাই-অভ্যুত্থানের চেতনা ও তারুণ্যের অজেয় শক্তি ধারণ করে শুরু হয়েছে কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। শুরুতেই ২৪-এর রাজপথের তারুণ্যকে স্মরণ করেন উপস্থাপিকা মাহমুদা মাহা।  রিদম অব ইয়ুথ শিরোনামের উন্মুক্ত কনসার্ট শুরুর আগে দুপুর ২টার আগ থেকেই দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২টার পর গেট খোলার পর দর্শকরা কনসার্টস্থলে প্রবেশ করেন।  ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টে গান শোনাবেন দেশের অন্যতম রকস্টার নগর বাউল জেমস। তিনিই কনসার্টের মূল আকর্ষণ। আরও রয়েছে শিরোনামহীন, এভয়েড রাফা ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি চলবে মাঝ রাত পর্যন্ত।