ওটিটিতে যুক্ত হচ্ছে সালমানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’
- আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৬৯ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে দুরন্ত গতিতে চলছে। এই ছবির ভার নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন সালমান। সালমানের এই ছবি এখন ঘরে বসেই দেখা যাবে। ছবিটি ওটিটিতে যুক্ত করা হচ্ছে।
বিনিময়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নির্মাতাদের পকেটে মোটা অঙ্কের অর্থ গেছে। দেখা যাক কোন কোন ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি দেখা যাবে। সালমান নিজেই ফরহাদ সামজির ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রযোজক।
তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি মুক্তি পায়। শোনা যাচ্ছে, এই ছবির ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে জি-৫-এর কাছে। ছবিটি জি-ফাইভে কবে দেখা যাবে তা এখনো জানা যায়নি।
এইমাত্র জানা গেছে যে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ওটিটি স্বত্বের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ছবির ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে ৮০ কোটি টাকায়, যা বাংলাদেশি ১০০ কোটি টাকার বেশি।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ এবং ‘অন্তিম: দ্য ট্রুথ’- সালমানের শেষ দুটি ছবি মুক্তি পেয়েছিল জি-৫-এ। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে ২১শে এপ্রিল। ছবিটি মুক্তির প্রথম দিনে ১৫.৮১ কোটি আয় করেছে।
প্রথম দিনের আয়ের এই সংখ্যা মোটেও ভালো হয়নি। আর তাই অনেকেই ধরে নিয়েছিলেন বক্স অফিসে ফ্লপ হতে চলেছে ছবিটি। কিন্তু ঈদের দুদিনেই বোঝা গেল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির আসল ‘ভাই আর আসাল জান’ সালমান খান।
এই ছবি মুক্তির দ্বিতীয় দিনে ভাইজানের আয় ২৫.৭৫ কোটি টাকা। আর তৃতীয় দিনে ছবিটি বক্স অফিস থেকে ২৫.২৭ কোটি আয় করেছে। সোমবার ১০ কোটির বেশি আয় করেছে সালমানের ছবি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমান ও পূজা হেগড়েকে রোমান্স করতে দেখা গেছে।
এই ছবির অন্যান্য প্রধান চরিত্ররা হলেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারি এবং আরও অনেকে। সালমানকে পরবর্তীতে ‘টাইগার ৩’-এ দেখা যাবে। এই ছবিতে আবার একসঙ্গে আসছেন ভাইজান ও ক্যাটরিনা কাইফ।