এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ
- আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখা আজ রবিবার (৩০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি ছাত্র সহায়তা ও তথ্য কেন্দ্রের ব্যবস্থা করেছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর তত্ত্বাবধানে প্রায় ২০টি কেন্দ্রে পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও তথ্য সেবা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে সজল কুন্ডু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।কেন্দ্রে সিট খুঁজে পাওয়া, হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও অবিভাবকদের সহায়তা প্রদানের জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে এই শিক্ষার্থী সহায়তা ও তথ্যসেবা প্রদান করা হচ্ছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ সাধারন শিক্ষার্থীদের নিয়ে প্রগতিশীল, মেধাভিত্তিক ও অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে জ্ঞান চর্চার বিকল্প নেই। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।