এবার রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন!
- আপডেট সময় : ০৫:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৬০ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর নিউমার্কেট এলাকায় গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বিকেল সাড়ে চারটার দিকে নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি। যাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ভবনের দোতলায় ‘চায়ের চুমুক’ নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মাত্র এক মাস আগে ভবনের নিচতলায় যাত্রা শুরু করে এই রেস্টুরেন্ট।