ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এবার টালিউডের সিনেমায় পরীমণি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। এবার ঢাকাই ছবির গণ্ডি পেরিয়ে টলিউডের সিনেমায় নাম লেখাতে চলেছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমকে। সিনেমার নাম ‘ফেলুবকশি’। সিনেমাটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে এর শুটিং শুরুর কথা।

এর আগে ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় পরীমণি অভিনয় করলেও এবার সম্পূর্ণ পশ্চিমবঙ্গের একটি প্রযোজনা সংস্থার অর্থায়নে নির্মিত সিনেমায় অভিনয় করবেন পরীমণি।

বুধবার (১৩ মার্চ) সকালে দেশের একটি গণমাধ্যমে কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি।

পরীমনি বলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছা অনেক দিনের, তাই ভাবলাম এ সিনেমা দিয়েই শুরু করা যায়।

জানা গেছে, ‘ফেলুবকশি’ একটি থ্রিলার সিনেমা। পরীমনির চরিত্রের নাম লাবণ্য। বলা যায় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। পরীমনি জানান, আগামী সপ্তাহে একটি সিনেমার জন্য কলকাতা যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন তিনি। কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিংও করবেন পরীমনি।

এবার টালিউডের সিনেমায় পরীমণি

আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিনিধি :

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। এবার ঢাকাই ছবির গণ্ডি পেরিয়ে টলিউডের সিনেমায় নাম লেখাতে চলেছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমকে। সিনেমার নাম ‘ফেলুবকশি’। সিনেমাটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে এর শুটিং শুরুর কথা।

এর আগে ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় পরীমণি অভিনয় করলেও এবার সম্পূর্ণ পশ্চিমবঙ্গের একটি প্রযোজনা সংস্থার অর্থায়নে নির্মিত সিনেমায় অভিনয় করবেন পরীমণি।

বুধবার (১৩ মার্চ) সকালে দেশের একটি গণমাধ্যমে কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি।

পরীমনি বলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছা অনেক দিনের, তাই ভাবলাম এ সিনেমা দিয়েই শুরু করা যায়।

জানা গেছে, ‘ফেলুবকশি’ একটি থ্রিলার সিনেমা। পরীমনির চরিত্রের নাম লাবণ্য। বলা যায় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। পরীমনি জানান, আগামী সপ্তাহে একটি সিনেমার জন্য কলকাতা যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন তিনি। কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিংও করবেন পরীমনি।