একরামুজ্জামানের সাথে দেড় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর সভা
- আপডেট সময় : ০৭:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৩৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া ও নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রোমার নেতৃত্বে ঢাকায় বোট ক্লাবে নাসিরনগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিস্কৃত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান। ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এ বৈঠক।
বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতা কর্মীরা আওয়ামী লীগের মনোনোয়নপ্রাপ্ত বদরুদ্দোজ্জা মো. ফরহাদ হোসেন সংগ্রামের ওপর অসন্তোষ প্রকাশ করেন। ওই বৈঠকের নেতৃত্বে ছিলেন মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থী নাসিরনগর আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তার ও তাঁর স্বামী কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নাজির মিয়া।
বৈঠকে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানকে সমর্থন জানান। বৈঠকে উপস্থিত ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের গ্রিন সিগন্যাল পেয়েই নাসিরনগরের আ.লীগের নেতাকর্মীদের একাংশ একরামুজ্জামান সাহেবকে সমর্থন জানিয়েছেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কিরন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, নাসিরনগর আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, কৃষকলীগ নেতা মো.অলি মিয়া, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ, নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ লিয়াকত আলী, গোকর্ণ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি এডঃ মহিউদ্দিন মুহিত,আ. লীগ নেতা খায়রুজ্জামান ফারুক, পূর্বভাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম মিয়া,গোকর্ন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, এডঃমিজানুল হক,যুবলীগ নেতা গোলাম মোহাম্মদ তারেক, নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সিনিঃ সহ সভাপতি আরমান নূর প্রমুখ।