একই দিনে ‘ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ’ কার্যক্রম উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৩৮ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভিন, এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বিআরটিএ উপ পরিচালক এম, এ, আশরাফ ছিদ্দিক প্রমুখ। সভায় বক্তারা জানান , বিআরটি এর সকল সেবা এখন ডিজিটালাইজড। ড্রাইিভং লাইসেন্স প্রাপ্তিতে গ্রাহকের সময় অপচয় ও ভোগান্তি লাঘব করার জন্য একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ৭ দিনের মধ্যেই গ্রাহকের ঘরে পৌছে যাবে ড্রাইভিং লাইসেন্স। সভায় টেকসই উন্নয়নের পূর্বশর্ত উন্নত ও নিরাপদ সড়কের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।