উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে:ইসি সচিব
- আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে প্রস্তুত, তখন তফসিল ঘোষণা না করার হুঁশিয়ারি দিচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এদিকে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধও চলছে। এমতাবস্থায় তফসিল ঘোষণা হবে কি না তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যা সেখানে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম বলেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহাংগীর আলম জানান, বিকাল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে তফসিল পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এরপর বক্তব্য দেবেন সিইসি। ভাষণটি একযোগে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
তফসিল ঘোষণাকে ঘিরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী হল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কিছু সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।













