উইকিপিডিয়ার নাম পরিবর্তন করলে এক বিলিয়ন ডলার দেবে মাস্ক!
- আপডেট সময় : ০৪:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৪৫ বার পঠিত

তথ্য ডেস্ক:
ইলন মাস্ক সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। তবে তাকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। এর অধিগ্রহণের পর থেকে, টুইটার একের পর এক বৈশিষ্ট্য যুক্ত করছে যা ব্যবহারকারীদের অন্তত বলতে বিরক্ত করেছে। এবার নতুন কারণে আলোচনায় এলেন ইলন মাস্ক।
টেসলার বস ইলন মাস্ক উইকিপিডিয়ার নাম পরিবর্তন করতে চান। যে ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা হয় সেখানে বিনিয়োগের জন্য একটি বিশেষ শর্ত দিয়েছেন তিনি।
সম্প্রতি ইলন মাস্ক দাবি করেছেন যে উইকিপিডিয়ার নাম পরিবর্তন করা উচিত। আর সেই নতুন নাম অন্তত এক বছরের জন্য ওয়েবসাইটে রাখতে হবে। উইকিপিডিয়ার নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া রাখা উচিত। তখনই তিনি এক বিলিয়ন ডলার দেওয়ার দাবি করেন।
উইকিপিডিয়া-র যে কোনও পাতা খুললেই অনেক সময় দেখা যায়, উইকিপিডিয়া চালানোর জন্য দান বা ডোনেশন চাওয়া হয়। এক্স মাধ্যমে সেরকম একটি পাতার ছবি শেয়ার করেছেন ইলন মাস্ক।
যেখানে লেখা আছে, উইকিপিডিয়া নট ফর সেল অর্থাৎ উইকিপিডিয়া বিক্রির জন্য নয়। সেটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘আমি এক বিলিয়ন দিয়ে দেব যদি নামটা বদলে ডিকিপিডিয়া করে দেওয়া হয়’।














