ইসরায়েলের হামলায় লেবানন সেনা নিহত, ক্ষমা চাইলো ইসরায়েলি বাহিনী!
- আপডেট সময় : ০১:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৫৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক :
হামলায় লেবাননের সৈন্যদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর এমন ক্ষমা চাওয়ার ঘটনা বিরল। গতকাল লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এই হামলায় লেবানিজ সেনা নিহত হয়েছে।
৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে গোলাবর্ষণ বেড়েছে। আইডিএফ দাবি করেছে যে ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে হামলা করছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাচ্ছে।
গতকাল লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে যে ইসরায়েলি বাহিনী আদায়েস এলাকায় একটি সেনা অবস্থানে বোমাবর্ষণ করেছে। এতে এক সৈন্য শহীদ ও তিনজন আহত হয়।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে যে লেবাননের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু ছিল না। আইডিএফ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এটি তদন্ত করবে বলেও জানিয়েছে।