ইশতিয়াক আবেদীন পেলেন ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩

- আপডেট সময় : ০১:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন।
গত ২০-২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২৫তম এলিট ওয়ার্ল্ড এডুকেশন সামিটে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইশতিয়াক আবেদীনকে এই পুরস্কার দেওয়া হয়। তাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
ইশতিয়াক আবেদীন ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু হায়ার এডুকেশন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে তিনিই প্রথম এই ক্যাটাগরিতে এই পুরস্কার পান।ওয়ার্ল্ড এডুকেশন সামিট এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি এবং মিডিয়া গবেষণা সংস্থা ইলেটস টেকনোমিডিয়া দ্বারা সংগঠিত।ইশতিয়াক আবেদীন ২৮ বছর ধরে বাংলাদেশে মানসম্পন্ন উচ্চশিক্ষার প্রসার ও উন্নয়নে অবদান রাখছেন।