ইলিশ সংরক্ষণ অভিযান সফলের লক্ষ্যে জেলেদের মাঝে বিজিএফ চাল বিতরণ
- আপডেট সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৮১ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
হাওলাদার বেলাল : সারাদেশে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলছে। সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পুর্ন নিষিদ্ধ এবং দণ্ডনীয় আপরাধ এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর, সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে বলে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন।
মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ চলছে সারা বাংলাদেশেই। তারই ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে জেলেদের আজ ১৬অক্টোবর ( বুধবার) সকাল ১০টায় বড়ইয়া ইউনিয়ন পরিষদ থেকে বড়ইয়া ইউনিয়নের ৪২৪ টি জেলে পরিবারকে এ ভিজিএফ চাল প্রদান করা হয়।
এসময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ নিজেই উপস্থিত থেকে জেলেদের মাঝে এ বিজিএফ চাল বিতরণ করেন, আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার গৌতম মন্ডল , বড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাকসুদা বেগম, ইউপি সচিব মিঠুন সিকদার।
সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বড়ইয়া ইউনিয়ন শাখা’র সভাপতি শাহ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ফাইজুল ইসলাম, ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির বড়ইয়া ইউনিয়ন শাখা’র সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।