ইভিএমে বা ব্যালটে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব না- সিইসি
- আপডেট সময় : ০১:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৬৩ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম বা ব্যালটে শতভাগ সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব নয়। নির্বাচনে ইভিএম বা ব্যালট বড় চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হলো রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন শেষ পর্যন্ত চেষ্টা করবে। সব দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্তে চাপ দেওয়া হয় না। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চেয়ে ইভিএম বেশি নিরাপদ। কারচুপি বন্ধ করা সহজ।
আগাম নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, আগাম নির্বাচনের কোনো প্রস্তুতি নেই। রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি কমিশন। একাডেমিক আলোচনায় বলা হয়, সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে।
এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।