ইতালির মনফালকুনে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ পারভেজ
- আপডেট সময় : ০২:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৬৮ বার পঠিত
সোহানুর রহমান উজ্জল, ইতালি প্রতিনিধি:
ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার আয়োজনে নবনির্বাচিত ইতালি আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল কে গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক হাসান ইকবাল বলেন, দলীয় শৃঙ্খলা ভাঙ্গার কারনে গরিঝিয়া মনফালকুনে আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সরকার কে দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে দলের সিনিয়র সহ সভাপতি মনফালকুনে আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ মাসুদ পারভেজ কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষনা করেন। মাসুদ পারভেজ কে ভারপ্রাপ্ত সভাপতি প্রদান করায় স্থানীয় নেতাকর্মীরা ইতালি আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কে ধন্যবাদ জানান। সেই সাথে ভারপ্রাপ্ত হতে পুরোপুরি সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে গরিঝিয়া মনফালকুনে আওয়ামীলীগ কে শক্তিশালী করতে আহবান জানান। নতুন দায়িত্ব পেয়ে মাসুদ পারভেজ বলেন, ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সঠিক ভাবে পালন করবেন। দলের ও অন্য সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করবেন। ছাত্র জীবন থেকেই মাসুদ পারভেজ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে চলেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মাসুদ পারভেজ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে ক্ষমতায় এনে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী করার কথা বলেন। প্রবাসে থেকে ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল এর পাশে থেকে ইউরোপ আওয়ামীলীগের নেতৃত্বে কাজ করার জন্য সকলকে আহবান জানান। পরে নবনির্বাচিত মনফালকুনে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ পারভেজ ফুল দিয়ে ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল কে শুভেচ্ছা জানান।