ইতালির ভেনিসে শরীয়তপুর জেলাবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৭৯ বার পঠিত
সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালির ভেনিস শহরে বসবাসরত শরীয়তপুর জেলাবাসীর আয়োজনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণির পেশার প্রবাসী বাংলাদেশি প্রায় সহস্রাধিক রোজাদারগণ এ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মঙ্গলবার স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন করা হয়।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত শরীয়তপুর জেলাবাসীর পরিচালনার মধ্য দিয়ে উক্ত দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ। দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকল ধর্মপ্রাণ রোজদারগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শরীয়তপুর জেলাবাসী।