আসছে সনি এক্সপিরিয়ার নতুন মডেল
- আপডেট সময় : ০৪:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট যখন কিছু ঘোষণা করে, তখন উত্তেজিত হওয়া স্বাভাবিক। ইলেকট্রনিক্স জগতে সনি একটি বড় নাম হলেও স্মার্টফোন শিল্পে তাদের অংশগ্রহণ ততটা বড় নয়। কিন্তু স্মার্টফোনের দিক থেকে পিছিয়ে নেই তারা। সনির এক্সপিরিয়া তাদের স্মার্টফোনের সেরা লাইন আপ।
তবে সনি এক্সপেরিয়া লাইন-আপ ফোনগুলো দীর্ঘদিন ধরে বাজারে নেই। তাই ভক্তরা অনেক দিন ধরেই প্রশ্ন করে আসছেন সনি এক্সপেরিয়া এখানেই শেষ হয়েছে কিনা? কিন্তু না। ১১ মে একটি নতুন ক্যামেরা মডিউল নিয়ে আসছে। সনি এক্সপেরিয়ার টুইটার পেজ থেকে এই ঘোষণা এসেছে। সেখানে তারা বলছে সিনিক ক্যামেরা টেক আসছে নতুন মডেল, নতুন প্রযুক্তি নিয়ে।
এই ঘোষণার পরপরই সবাই ধরে নিচ্ছেন সনি এক্সপেরিয়ার নতুন মডেল আসছে। এই নতুন মডেলটি শীঘ্রই আসছে না। এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আসতে পারে। তাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভক্তরা।













