আশুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৩৬ বার পঠিত
মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠার কাল থেকেই বিভিন্ন সামাজিক কাজের অংশ হিসেবে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। আশুগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এর উপস্থিতিতে বাচ্চু মিয়া চরচার তলা ও আয়েশা বেগম আড়াই সিধা ২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন , আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক মিয়া , সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান রনি, ওসমান মিয়া, জালাল মুন্সী সহ আরো অনেকে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেন, সরকারের পাশাপাশি সমাজের সকলের উচিত ভালো কাজে নিজেদের নিয়োজিত করা ।
আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান রনি বলেন , আমরা আমাদের সাধ্যমত ও পরিচিত বিত্তবানদের সহযোগিতায় সামনেও যেন আরো সামাজিক কর্মকান্ড করতে পারি সকলের দোয়া কামনা করি।