আমরা ইতিমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করেছি : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৭:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১৭৫ বার পঠিত

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি :
আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন আমরা ইতিমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করেছি।
তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে, সমস্যা সমাধান করতে শিখবে, মননশীল মানুষ হবে,এমনকি তারা মানবিক সৃজনশীল মানুষ হবে। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চাইতে ,সহযোগিতার জোর দেওয়া হয়েছে বেশি। কাজেই আমাদের শিক্ষার্থীরা যেন সে সহযোগিতার মাধ্যমে শিখতে পারে। কারণ এখন শিক্ষা পদ্ধতি ভিন্ন করে ফেলা হয়েছে।’
তিনি আরোও বলেন, ‘অভিজ্ঞতার ভিত্তিতে শিখা, করে করে শিখা এবং যা শিখছি তা প্রয়োগ করতে শিখা, আমাদের ক্ষেত্রে তাই হবে। উচ্চশিক্ষায় এসে আপনারা যখন এই শিক্ষা শেষ করে বেরিয়ে যাবেন, তখন আপনাদের কর্মের যে জগত সেখানে উদ্যোক্তা হিসাবে প্রবেশ করুন অথবা চাকরিজীবী হিসেবে প্রবেশ করুন, যেখানেই প্রবেশ করুন তার জন্য আপনার বিশ্ববিদ্যালয় কৃতিত্ব সেখানেই থাকবে। যদি বিশ্ববিদ্যালয় আপনাকে সেই কর্ম জগতে উদ্যোক্তা হওয়ার জন্য কিংবা সকল পেশাজীবী চাকরিজীবী হবার জন্য তৈরি করে দিতে পারে।’
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাসিম আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।
অন্যান্যদের অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হাবিবুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, স্বর্ণপদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাক্তার বদরুন নাহার, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
















