আগামীকাল থেকে ১৬৩ টাকায় মিলবে সয়াবিন তেল

- আপডেট সময় : ০২:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
আগামীকাল রোববার (৩ মার্চ) থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, রমজান মাস ও এর পরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে।
শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহসানুল ইসলাম টিটু জানান, শুক্রবার থেকে ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে। শনিবার সকাল থেকে সব মিল গেটে মনিটরিং করছে দলগুলো। শুল্ক হ্রাসের পরে তারা কতটা আমদানি করেছে এবং বাফারস্টক তৈরিতে তারা কত সময় ব্যবহার করেছে সে সম্পর্কে ইতিমধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করি আগামীকাল থেকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৩ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ডব্লিটিওতে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী আমাদের পেঁয়াজ ছাড় করণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি সেখানে বসেই পেঁয়াজ ছাড়ের নির্দেশ দিয়েছেন, আমরা গতকাল সে চিঠি পেয়েছি। দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এ সপ্তাহের মধ্যে আসা শুরু হবে।
তিনি বলেন, রমজানে ক্রেতাদের যেন বেশি দামে পণ্য কিনতে না হয়, এটাই আমাদের লক্ষ্য। রমজান মাসে তেলের ওপর ভ্যাট-ট্যাক্স কমানোর জন্য চিঠি দিয়েছি। প্রায় ১০ ধরনের খেজুর আছে। সাধারণ খেজুরের দাম কমাতে আমরা ব্যবসায়ীদের এক মাস সময় দিয়েছি। বস্তায় আসা জায়েদি খেজুর আগামীকাল দাম নির্ধারণ করে দেওয়া হবে। আশা করছি এরপর দাম কমে আসবে অর্থাৎ এ সপ্তাহ থেকে সর্বোচ্চ খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, এতে দাম কমে আসবে।