আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১২১ বার পঠিত

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলা দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু’র সভাপতিত্বে ও এ্যাড.তাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেখ, সাবেক এসএলআর কলেজের ভিপি হায়দার আলী হাজরা, ভিপি শেখ কাউম হোসেন, যুবলীগ নেতা বুলবুল হাজরা, অলি হাওলাদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, পৌর ছাত্রলীগের সভাপতি ভিপি চৌধুরী সেলিম আহমেদ ছোটন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, ভিপি নাজমুল সরদার চপলসহ ১১টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
















