আইপিলে নজড়কাড়া পারফরম্যান্স করে জাতীয় দলে জয়সওয়াল
- আপডেট সময় : ০৬:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে রানের ফোয়ারা ছেড়েছেন যশস্বী জয়সওয়াল। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে সুযোগ পেলেন এই ভারতীয় ব্যাটসম্যান।
আগামী ৭ জুন দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ফাইনালের জন্য ভারতের স্ট্যান্ড-বাই তালিকায় ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু ঋতুরাজেবিয়ে পিড়িতে বসছেন আগামী ৩ জুন। ঋতুরাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন যে তিনি ৫ জুন ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। এই পরিস্থিতিতে জয়সওয়ালের যুক্তরাজ্যের ভিসা রয়েছে। তাই ঋতুরাজের জায়গায় জয়সওয়ালকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগামী কয়েক দিনের মধ্যে তিনি লন্ডনে যাবেন।
জয়সওয়াল চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ইনিংসে ১ সেঞ্চুরি এবং ৫ অর্ধশতকের সাহায্যে ৬২৫ রান করেছেন। আর প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। ১৫ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ২ ফিফটি সহ ৮০ গড়ে ১৮৪৫ রান রয়েছে তার। জয়সওয়াল ২০২২-২৩ মৌসুমে রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৩১৫ রান করেছিলেন। তিনি ইরানি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রেষ্ট অব ইন্ডিয়া দলের হয়ে ২১৩ এবং ১৪৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ইরানি ট্রফি ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে জয়সওয়াল সর্বোচ্চ ৩৫৭ রান করেন।















