অস্ত্রসহ হত্যা মামলার আসামী সাহাবুদ্দিন গ্রেফতার

- আপডেট সময় : ০৮:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১০১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
রাশেদুল ইসলাম, নবীনগর প্রতিনিধি:
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় নবীনগর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নবীনগর থানা পুলিশ দিন দুপুরই উনিয়নের চারপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সাহাবুদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। সাহাবুদ্দিনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি, পুলিশকে আক্রমনসহ তার বিরুদ্ধে ০৫টি মামলা রয়েছে। নবীনগর থানা পুলিশ ইতিপূর্বে বহুবার চেষ্টা করেও আসামী সাহাবুদ্দিনকে ধরতে ব্যর্থ হয়। সাহাবুদ্দিনকে আটক করলে তার নিকট দুইটি দেশীয় তৈরী দুই বন্দুক, দুই রাউন্ডকার্তুজ, তিনটি ল্যাপটপ, একটি সিপিও ও একটি প্রজেক্টর উদ্ধার করে। জানা যায় গত ১০-১৫দিন আগে বাঙ্গরা এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের কম্পিউটার, ল্যাপটব ও প্রজেক্টর চুরি হয়। নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান উদ্ধারকৃত এই সব কম্পিউটার, ল্যাপট পপ্রজেক্টর বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া মালামাল। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আরও জানান ধৃত আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে,রিমান্ড শেষে তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে পরবর্তীতে জানানো হবে।